তুমি এলেই আমি হয়ে যাই তেপান্তরের পাখিঅন্ধকারের জোনাকিদের মতো নিশ্চিন্তে উড়ে উড়ে বেড়াইভয়-ডর ছেড়ে সাহসীদের মতো হয়ে যাইকেমন কেমন সঞ্চারিত অনুভূতি সারাচোখে নেমে আসেলজ্জায় শরীরজুড়ে কোমল আনন্দ ধরা দেয়। তুমি এলেই একটি সোনালি সংসারের স্বপ্ন নেমে আসেশ্যামল নদীর মতো জীবনে সৌন্দর্য ধরা দেয়অযথা হাসি ফুলঝুরি তোমার সম্মুখেই অবিরত ঝরতেই থাকেভালোবাসা শূন্য মনের বর্তনীতে ভালোবাসায় পূর্ণ হয়ে যায়তুমি এলের মুখজুড়ে সুখের বর্ণোচ্ছটা ভেসে যায়। তুমি এলেই দুঃখ সব মিলিয়ে যায়তুমি এলেই সুপ্ত মা হবার বাসনার তীব্রতা জেগে ওঠেছোট ছোট আঙুলে তুমি আমি হেঁটে বেড়াচ্ছিসেইসব স্বপ্ন চোখের সম্মুখে ভেসে বেড়ায়তুমি এলেই আমি হয়ে যাই সব থেকে অকেজো মানুষকী থেকে কী করবো কিছুই ভেবে পাই নাতোমার চোখে তাকিয়ে আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে পেয়ে বসে। তুমি এলেই শিশুদের মতো নিশ্চিত নিরাপদে থাকিভুলে যাই আমি...