জেন্নারো গাত্তুসোর কোচিংয়ে প্রথম ম্যাচেই যেন ঝড় তুলল ইতালি। বিশ্বকাপ বাছাইপর্বে এস্তোনিয়াকে উড়িয়ে দিল তারা ৫-০ গোলের দাপুটে জয়ে। ম্যাচের সব গোলই আসে দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে দারুণ এক শটে গোলের খাতা খোলেন মইসে কিন। এরপর খেলার মোড় ঘুরে যায়। সাবেক আতালান্তা ফরোয়ার্ড মাতেও রেতেগুই, যিনি গ্রীষ্মকালীন ট্রান্সফারে সৌদি প্রো লিগে যোগ দিয়েছেন, তিনি নিজের পুরনো মাঠ বেরগামোতেই জোড়া গোল করেন। বাকী দুটি গোল করেন জিয়াকোমো রাসপাদোরি ও আলেসান্দ্রো বাস্তোনি।আরো পড়ুন:গোলে ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন লাউতারোদাপুটে জয়ে স্পেনের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু তবে শুরুটা এত সহজ ছিল না। প্রথমার্ধে একের পর এক আক্রমণ সাজিয়েও গোল পাচ্ছিল না আজ্জুরিরা। ম্যাত্তেও পলিতানোর শট, ফেদেরিকো দিমারকোর দূরপাল্লার প্রচেষ্টা কিংবা রেতেগুইয়ের সুযোগগুলো বারবার আটকে দেন এস্তোনিয়ার গোলরক্ষক কার্ল হেইন। এমনকি জ্যাকাগ্নি আর দিমারকোর দুই শট একসঙ্গে রুখে...