পোষা কুকুর হোক কিংবা পথকুকুর- বেশিরভাগ কুকুরের শরীরেই র্যাবিস ভাইরাস রয়েছে।বিশেষজ্ঞরা বলেন, ‘‘কুকুরের কামড় থেকে জলাতঙ্ক রোগ হতে পারে। র্যাবিস নামক ভাইরাস থেকে জলাতঙ্ক রোগ হয়ে থাকে। এটি একটি স্নায়ুজনিত রোগ।’’ মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান বলেন, ‘‘কুকুর কামড় দিলেই যে জলাতঙ্ক রোগ হবে তা কিন্তু ঠিক নয়। যদি কুকুরের মধ্যে জলাতঙ্কের জীবাণু থাকে তবে কুকুরের লালা থেকে ভাইরাসটি ছড়ায়।’’ র্যাবিস ভাইরাস কুকুরের লালা থেকে ক্ষতস্থানে লেগে যায় এবং সেখান থেকে স্নায়ুতে পৌঁছে এই রোগ সৃষ্টি হতে পারে। জলাতঙ্ক হলে স্নায়ুতে সমস্যা হয়ে থাকে। যার কারণে মস্তিষ্কে প্রদাহ দেখা দিতে পারে। মস্তিষ্কে প্রদাহের সাথে খাদ্যনালীতে তীব্র সংকোচন হতে পারে। এছাড়া রোগী কোন আলো বা শব্দ সহ্য করতে পারে না। এই সকল লক্ষণ দেখা দিলে রোগীকে ডাক্তারের কাছে...