০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ এএম মাইকেল ওলিসের গোলে শুরুতেই এগিয়ে যাওয়ার পর আর জালের দেখা পাচ্ছিল না ফ্রান্স। বিপরীতে পাল্টা আক্রমণে দারুণ লড়াই করল ইউক্রেন। গোলের দুটি দারুণ সম্ভাবনাও তৈরি করল তারা। কিন্ত পেরে উঠল না শেষ পর্যন্ত। শেষ দিকে দারুণ গোলে সব অনিশ্চয়তা দূর করলেন কিলিয়ান এমবাপে। ইউরো অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচে প্রায় ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৬টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে ফ্রান্স। ইউক্রেইনের ৮ শটের ৩টি ছিল লক্ষ্যে। দশম মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। বার্কোলার পাস বক্সে ফাঁকা জায়গায় পেয়ে বাঁ পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন ওলিসে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মৌসুমে এটি তার পঞ্চম গোল। ৬৫তম...