০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম শুরু থেকেই আক্রমণের ঝড় বইয়ে দিলেও মিলছিল না জালের দেখা। দ্বিতীয়ার্ধে ময়সে কিন ডেডলক ভাঙার পর একে একে গোল উৎসবে মেতে উঠল ইতালি। ইতালির কোচ হিসেবে জেন্নারো গাত্তুসোর যাত্রা শুরু হলো জয় দিয়ে। ইউরো অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার রাতে এস্তোনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইতালি। বিশ্বকাপ বাছাইয়ের চলতি আসরে সব মিলিয়ে নিজেদের দ্বিতীয় জয় পেল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচে ৭০ শতাংশ সময় বল দখলে রাখা ইতালি গোলের জন্য ৪০টি শট নেয়, এর ১৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, এস্তোনিয়া কেবল চারটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে। শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবলের পসরা মেলে ধরে ইতালি। তবে গোলমুখে গিয়ে তারা খাচ্ছিল একের পর এক হোঁচট। অবশেষে ৫৮তম মিনিটি ভাঙে ম্যাচের...