শেষটা এখন প্রায় চোখের সামনে।আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসছে ২০২৬ বিশ্বকাপ। সেই মঞ্চেই হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে।অবশ্য ২০২২ কাতার বিশ্বকাপের পর মেসির অবসর নিয়ে অনেক গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু কোচ লিওনেল স্কালোনির অধীনে তিনি খেলাটাকে এতই উপভোগ করেছেন যে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর জাদু দেখার সুযোগ তাই আরও কিছুটা সময় পেল ফুটবল বিশ্ব। এই ফাঁকে চলুন ফিরে দেখা যাক জাতীয় দলের জার্সিতে মেসির ১০টি স্মরণীয় মুহূর্ত—২০০৬ সালে বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ থেকে শুরু করে ১৬ বছর পর স্বপ্নের সেই বিশ্বকাপ ট্রফি জেতা পর্যন্ত। বার্সেলোনার হয়ে দুর্দান্ত মৌসুমের শেষ দিকে চোটে পড়েছিলেন। তবু ২০০৬ বিশ্বকাপের দলে জায়গা পান কিশোর মেসি। গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীরা তখন অপেক্ষায়—জার্মানির মঞ্চে কখন দেখা যাবে তাঁকে।আইভরি কোস্টের বিপক্ষে...