০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ এএম শেষ ওভারে দরকার ১৭ রান। প্রথম তিন বলে ১২ রান তুলেও সমীকরণ মেলাতে পারল না সংযুক্ত আরব আমিরাত। তাদের হারিয়ে রোমাঞ্চকর জয়ের স্বাদ পেল আফগানিস্তান। শারজাহয় শুক্রবার ত্রিদেশীয় সিরিজে প্রথম পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের ৪ রানে হারিয়েছে আফগানরা। ১৭১ রানের লক্ষ্যে ৫ উইকেটে ১৬৬ রানে আটকে যায় আমিরাতের ইনিংস। সিরিজের অপর দল পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। এই ম্যাচে তাই একাদশে ছয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামে আফগানিস্তান। তাদের জয়ের নায়ক ইব্রাহিম জাদরান। টানা দুই ফিফটির পর এবার ৩টি করে চার ও ছক্কায় ৩৫ বলে ৪৮ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা তিনি। রাশিদ খানের অনুপস্থিতিতে এ দিন দলকে নেতৃত্বও দেন এই ওপেনার। রাশিদ, মোহাম্মাদ নাবিদের বিশ্রাম দিয়ে...