রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজও তাপমাত্রা বাড়তি থাকতে পারে। ফলে গরমের অনুভূতি বাড়তে পারে। তবে কয়েক জায়গায় বৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলছে, চলতি সপ্তাহের শেষ দিকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দেওয়া পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টি হলেও এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। সিনপটিক...