চট্টগ্রাম থেকে সারা দেশে: জশনে জুলুস ক্ষুদ্র পরিসরে চট্টগ্রামের বলুয়ারদীঘি খানকাহ থেকে যাত্রা শুরু করলেও কালের পরিক্রমায় এটি আজ বিস্তৃত হতে হতে সারা দেশেই পালিত হচ্ছে। তিন যুগ ধরে এই জশনে জুলুসের পরিধি অনেকটাই বেড়েছে।জানা যায়, ১২ রবিউল আউয়ালের দিন বাদ ফজর চট্টগ্রামের ১৫ উপজেলায় স্থানীয় উদ্যোগে জশনে জুলুস বের হয়। বর্তমানে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, কাচালং থেকে জৈয়ন্তিয়া সর্বত্রই নগর-শহর-বন্দরে জশনে জুলুস বের করা হয়। আনজুমানের ব্যবস্থাপনায় চট্টগ্রাম ছাড়াও প্রতি বছর ৯ রবিউল আউয়াল রাজধানী ঢাকায়ও জুলুস বের করা হয়। এ ছাড়া ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিকভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করে আসছেন আল্লামা শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। তা ছাড়া আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদির নেতৃত্বে এবার জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয় ৮...