প্রচলিত পদ্ধতিতে মিলাদুন্নবী পালন কি বৈধ?আল্লামা নাসিরুদ্দিন শাফেয়ী বলেন, রবিউল আউয়াল মাসের ১২ তারিখ ঈদে মিলাদুন্নবী পালন করা বৈধ নয়। কারণ কথিত উৎসব খায়রুল কুরুন-এর পরের যুগে শুরু হয়েছে। মিলাদুন্নবী উৎসবকে পূর্ববর্তী আলেমরা অহেতুক বলেছেন, আমরা এটার অনুসরণ করতে পারি না। (ফতোয়ায়ে রশিদিয়া : ১/১৯৩)এ ছাড়া আরও অসংখ্য আলেম প্রচলিত নিয়মে বারো রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালনকে বিদাত বলে ফতোয়া প্রদান করেছেন।লেখক: শিক্ষক, জামেয়া দারুল উলুম কানাইঘাট, সিলেট আল্লামা নাসিরুদ্দিন শাফেয়ী বলেন, রবিউল আউয়াল মাসের ১২ তারিখ ঈদে মিলাদুন্নবী পালন করা বৈধ নয়। কারণ কথিত উৎসব খায়রুল কুরুন-এর পরের যুগে শুরু হয়েছে। মিলাদুন্নবী উৎসবকে পূর্ববর্তী আলেমরা অহেতুক বলেছেন, আমরা এটার অনুসরণ করতে পারি না। (ফতোয়ায়ে রশিদিয়া : ১/১৯৩)এ...