দিন যতই অতিবাহিত হচ্ছে, ততই নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা ও সমালোচনা ঘনীভূত হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত তালিকায় ৩০০ আসনের বিদ্যমান সীমানার মধ্যে ৪৬টিতে রদবদল করা হয়েছে। যদিও ইসির খসড়া তালিকায় ৩৯টি আসনে ছোটখাটো রদবদল আনা হয়েছিল। এ নিয়ে আপত্তি ও ক্ষোভ-বিক্ষোভ এলেও বেশিরভাগ আসনে বিক্ষুব্ধদের আপত্তি আমলে নেয়নি ইসি। চূড়ান্ত হওয়া এ সীমানায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সময় পর্যন্ত পাওয়া দাবি, আপত্তি ও সুপারিশ এবং মতামতের ওপর কমিশন প্রকাশ্য শুনানি করে। পরে তথ্য ও যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে জাতীয় সংসদের ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো। এর মাধ্যম নির্বাচন-সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন...