হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেসব গুণে গুণান্বিত ছিলেন সেগুলোর চর্চা করা, যেসব বিষয় তিনি পরিহার করেছেন এবং পরিহার করতে বলেছেন তা বর্জন করা আমাদের জন্য আবশ্যক। হাদিস থেকে এমন দশটি কাজ উল্লেখ করা হলো, যা তিনি উম্মতদের করার জন্য নির্দেশনা দিয়েছেন। আল্লাহকে স্মরণ : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, আল্লাহকে স্মরণকারী এমন কোনো দলই নেই, যাদেরকে ফেরেশতারা ঘিরে রাখে না, তারা রহমতে পূর্ণ হয় না, তাদের ওপর প্রশান্তি বর্ষিত হয় না এবং আল্লাহ তার সামনে উপস্থিতদের কাছে তাদের স্মরণ করেন না। (তিরমিজি) কোরআনের সংস্পর্শ : আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.)-এর দীর্ঘ এক হাদিসে এসেছে, যখন সবকিছু তোমাদের কাছে রাতের আঁধারের মতো অস্পষ্ট হয়ে যাবে, তখন তোমরা কোরআনকে আঁকড়ে ধরো। কেননা এটি তোমাদের...