মানুষের জীবনে অনুপ্রেরণার গুরুত্ব অপরিসীম। প্রতিদিনের দুঃখ-কষ্ট, হতাশা ও সংগ্রামের মাঝেও মানুষ এমন কিছু শব্দ, কিছু শিক্ষা চায়, যা তাকে আবারও এগিয়ে যেতে উৎসাহিত করে। বিশ্বের নানা দর্শন ও সাহিত্য অনুপ্রেরণা দিলেও মুসলিম জীবনের শ্রেষ্ঠ অনুপ্রেরণার উৎস হলো কোরআন। এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়; বরং মানবজীবনের পূর্ণাঙ্গ নির্দেশনা, হৃদয়ের প্রশান্তি, এবং অন্ধকারে আলোর দিশারী। ১. আল্লাহর কালাম:কোরআনের প্রতিটি শব্দ সরাসরি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। এতে রয়েছে সর্বোচ্চ সত্য ও সান্ত্বনা। ২. আত্মিক প্রশান্তি:দুঃখ-কষ্টের সময় কোরআনের আয়াত অন্তরে প্রশান্তি আনে। ৩. চিরন্তন দিকনির্দেশনা:মানবসভ্যতা যতই এগোক না কেন, কোরআনের নির্দেশনা ও অনুপ্রেরণা কখনো পুরোনো হয় না। উচ্চারণ:ফা-ইন্না মা’আল উসরি ইউসরা। ইন্না মা’আল উসরি ইউসরা। অর্থ:নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। (সুরা শারহ, আয়াত: ৫-৬) এ আয়াত জীবনের প্রতিটি...