অহেতুক কাজ পরিত্যাগ করা মানবজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক শিক্ষা। মানুষ স্বভাবতই নানা কাজে জড়িয়ে পড়ে। কিছু কাজ সত্যিই কল্যাণ বয়ে আনে, আবার অনেক কাজ অযথাই সময় ও শক্তির অপচয় ঘটায়। জীবন সীমিত, সময় ক্ষণস্থায়ী। তাই এই ক্ষুদ্র জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। কিন্তু বাস্তবতার চিত্র ভিন্ন, আমরা প্রায়ই এমন কাজ করি, যা আমাদের কোনো উপকারে আসে না, বরং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অকারণে কথাবার্তা, বেফাঁস মন্তব্য কিংবা বিনা প্রয়োজনে সময় নষ্ট করা জীবনের মূল্যবান সম্পদকে হেলায় হারানোর শামিল। এ জন্যই ইসলাম স্পষ্টভাবে শিক্ষা দিয়েছে, অহেতুক কাজ-কর্ম পরিত্যাগ করাই সৌন্দর্যের পরিচায়ক। আজকের তথ্যপ্রযুক্তির যুগে এই শিক্ষা আরও প্রাসঙ্গিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটানো আমাদের জীবনের একটি বড় অংশ হয়ে উঠেছে। অথচ সেখানেই দেখা যায়, মানুষ অহেতুক বাগবিতণ্ডায়...