১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। তাঁর আকস্মিক মৃত্যু ব্যথাতুর করেছিল সবাইকে। এত বছর পরও দর্শক হৃদয়ে তিনি আজও বেঁচে আছেন ঢালিউডের হার্টথ্রব হয়ে। অন্যদিকে, ১৯৯২ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় গান করে দারুণ জনপ্রিয়তা পান সংগীতশিল্পী আগুন। সালমান শাহ’রও প্রথম ছবিও ছিল এটি। এই সিনেমায় গান করতে গিয়ে সালমানের সাথে বন্ধুত্ব হয় আগুনের। পরবর্তী সময়ে সালমানের বেশিরভাগ গানেই কণ্ঠ দিয়েছেন আগুন। এই নায়ক স্মরণে এবার গেয়েছেন এ সংগীতশিল্পী। ৬ সেপ্টেম্বর সকাল ৮টা ২০ মিনিটে প্রচার হবে বৈশাখী ‘বৈশাখী সকালের গান’। এ অনুষ্ঠানের জন্য আগুন গেয়েছেন সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের কয়েকটি গান। নব্বই দশকের গানের গল্প নিয়ে নতুন একটি অনুষ্ঠান শুরু হচ্ছে...