তুমি চলে গেলে আমি চেয়ে চেয়ে দেখলাম। চোরে রাতে স্ত্রীর সমস্ত গয়না নিয়ে গেল, আমি চেয়ে চেয়ে দেখলাম। দেশটি চোখের সামনে ধ্বংস হচ্ছে, আমিও চেয়ে চেয়ে দেখছি। কিন্তু এভাবে আর চলতে পারে না। আমরা বারবার অন্যায়, দুর্নীতি আর অবিচার চোখের সামনে ঘটতে দেখছি, অথচ চুপ করে থাকছি। এই নীরবতা ভাঙতেই হবে। বাংলাদেশ এখন দাঁড়িয়ে গেছে এমন এক সন্ধিক্ষণে, যেখানে দর্শক হয়ে থাকার সময় শেষ— বাংলাদেশ প্রস্তুত পরিবর্তনের জন্য, প্রস্তুত নিজের অধিকার ফিরে নেওয়ার জন্য। বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের ভুলে যাওয়ার অভ্যাস তৈরি হয়েছে। মানুষ বারবার আশা করে সেই নেতৃত্বের কাছ থেকে, যাদের অতীত ভরা ছিল দুর্নীতি আর ব্যর্থতার দাগে। শাসনামলে দেশ একাধিকবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের তালিকায় শীর্ষে উঠে এসেছিল—এটা শুধু কোনো সংখ্যা নয়, বরং প্রশাসন, অর্থনীতি, শিক্ষা ও সমাজে...