দেশের ফুটবলের ইতিহাসে আন্তর্জাতিক মানের জার্সি হয়েছে এবারই প্রথম। এমন মন্তব্য করেছেন অনেকেই। এই জার্সির নকশা করেছেন দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার তাসমিত আফিয়াত আর্নি। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্রিয়েটিভ ডিরেক্টর ও মার্কেটিং কমিটির সদস্যও। আর্নি তার ডিজাইন থিমের নাম দিয়েছেন বাংলার স্পন্দন। বিস্তারিত লিখেছেন মোহসীনা লাইজু একটা জার্সি একটা দেশের, একটা দলের, একটা খোলোয়াড়ের প্রতিনিধিত্ব করে। আমাদের দেশে জার্সির ক্রেজটা শুরু হয় বিশ্বকাপ ফুটবলের সময়ে। প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়ের জার্সি নম্বর গায়ে দিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। এভাবে আস্তে আস্তে জার্সি পরার চল যেমন বেড়েছে তেমনি জার্সির নকশা, ফেব্রিকস নিয়েও ডিজাইনাররা ও বিপণন ব্যবস্থাপকরা মনোযোগী হয়েছেন। সম্প্রতি আর্নির নকশায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাদা রঙের জার্সি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ছোট-বড় অনেককেই এই জার্সি পরতে দেখা যাচ্ছে। আর্নির ডিজাইন করা অ্যাওয়ে...