গত আগস্ট অভ্যুত্থানের এক বছর ছিল নানা ঘটনাবহুল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত দিন, তারা কী করবে, সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আর সংবিধান নিয়ে বিতর্কে কেটেছে বছর। সবশেষে নির্বাচনের ঘোষণা হয়েছে, অন্তর্বর্তী সরকার এখন দিন গুনছেন। তারা বারবার বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। জনগণের সম্মতি নিয়ে যারা ক্ষমতায় আসবেন, তারা দেশ চালাবেন। কিন্তু যারা ক্ষমতায় আসবেন, তারা কি অতীতের ছায়া অতিক্রম করতে পারবেন বা অতিক্রম করতে চাইবেন? এটা এখন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সন্দেহ। ক্ষমতায় যারা থাকেন, তারা রাজনৈতিক ক্ষমতার প্রয়োগ করেন অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য। অর্থ আসে কোথা থেকে? আসে জনগণের দেওয়া ট্যাক্সের মাধ্যমে, রাষ্ট্রের সম্পদ বিক্রি করার মাধ্যমে, নানা নাম ও নানা ধরনের বন্ড বিক্রির মাধ্যমে আর সরকারের...