গুমে জড়িতদের অনেকেই চাকরিতে বহাল, ভয়ে থাকা সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতের নানামুখী চেষ্টা * শিগগিরই প্রতিবেদন দাখিল : প্রসিকিউশন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সেই বছরগুলোতে গুম হওয়া শত শত পরিবার অভিযোগ দিয়ে তদন্ত ও বিচারের আশায় তাকিয়ে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। প্রতিদিন তারা তদন্ত সংস্থা ও প্রসিকিউশন দপ্তরে খোঁজ নিচ্ছেন। এমনকি আশাহত হয়ে কেউ কেউ ক্ষোভও প্রকাশ করছেন। বাস্তবিক অর্থে প্রসিকিউশন বা তদন্ত সংস্থা গুমের অভিযোগ তদন্ত ও বিচার নিয়ে কতটুকু কাজ করতে পেরেছে- এ বিষয়ে যুগান্তরের তরফ থেকে তথ্য সংগ্রহ করা হয়। এতে দেখা যায়, গুমের অভিযোগ তদন্ত করতে গিয়ে তারা (তদন্ত সংস্থা ও প্রসিকিউশন) বেশকিছু বিষয়ে প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। তবে তারা হতাশ নন। সব অভিযোগ একযোগে তদন্ত শেষ করা সময়সাপেক্ষ। এ কারণে তদন্তে অগ্রাধিকার দেওয়া হচ্ছে ‘আয়নাঘর ও...