ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ প্রকল্প বাস্তবায়নে প্রধান বাধা-রেলের প্রকল্প পরিচালক আওয়ামী লীগ শাসনামলের গত ১৫ বছরে রেলের ৯৮টি উন্নয়ন প্রকল্প সমাপ্ত হয়। যার মধ্যে এমন কোনো প্রকল্প নেই যেখানে সময় ও ব্যয় বাড়িয়ে লুটপাট করা হয়নি। ২০১২ সালের ঢাকা-টঙ্গী ৩য় ও ৪র্থ লেন ১৭ বছরে সমাপ্ত হবে কী না তা অনিশ্চিত। ৩ বছর মেয়াদি এ প্রকল্পের ব্যয় ছিল প্রায় ৮০০ কোটি টাকা। পরবর্তীতে সময়ের সঙ্গে ব্যয় বাড়িয়ে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকায় ঠেকানো হয়েছে। ৩য় ও ৪র্থ লেন প্রকল্পটি সমাপ্ত হলে কমলাপুর থেকে মাত্র ৩-৪ মিনিট পর পর ট্রেন ছাড়া সম্ভব হতো। এতে কমলাপুর রেলস্টেশন ও টঙ্গীতে ট্রেনের জট কমে যেত। প্রকল্পটি যথাসময়ে বাস্তবায়নে আরেকটি বড় বাধা হলো রেললাইনের উপর দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। সেখানে শত...