ফ্যাসিবাদবিরোধী ঐক্যে অটুট থাকার অঙ্গীকার * ‘বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজড’ জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীতে সংহতি সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। এতে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, খেলাফত মজলিসসহ ফ্যাসিবাদবিরোধী অন্তত ৩০টি রাজনৈতিক দল সংহতি জানায়। অবিলম্বে জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটকে নিষিদ্ধের দাবি জানিয়ে নেতারা বলেন, এই দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেওয়া হবে না। বিগত সময়ে আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। তাদের দোসর জাতীয় পার্র্টিসহ ১৪ দলীয় জোট শেখ হাসিনাকে স্বৈরাচার হতে সহযোগিতা করেছে। গণ-অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো সরকারের বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে। ফ্যাসিবাদ ফেরাতে জাতীয় পার্টি মাথাচাড়া দিয়ে উঠছে। দেশকে অস্থির করতে নানাভাবে ষড়যন্ত্র...