উড়োজাহাজের নিরাপদ ওঠানামার জন্য বিমানবন্দরের রানওয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা জরুরি। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এ কাজে তেমন নজর নেই কর্তৃপক্ষের। রানওয়ে পরিষ্কারের জন্য তিনটি সুইপার গাড়ির সব অকেজো। এর মধ্যে দুটি প্রায় ১০ বছর আগে নষ্ট হয়েছে। আরেকটি অচল হয় দুই বছরের বেশি সময় আগে। তখন থেকেই ‘ঝাড়ুথেরাপি’র মাধ্যমে চলছে রানওয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। অর্থাৎ-উপায় না থাকায় ম্যানুয়ালি ঝাড়ু দিয়ে রানওয়ে পরিষ্কারের কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে দেশের প্রধান এই বিমানবন্দরের রানওয়ে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে চাঞ্চল্যকর এসব তথ্য পাওয়া গেছে। জানা গেছে, ২০২২ সালের ১৯ ডিসেম্বর শাহজালালের তৎকালীন নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জরুরিভিত্তিতে দুটি অত্যাধুনিক সুইপার গাড়ি কিনতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) চিঠি দেন। তবে তা আজ পর্যন্ত কার্যকর হয়নি। এ নিয়ে কারও কোনো...