বরিশাল সিটি করপোরেশনের অনেক গুরুত্বপূর্ণ নথি পাওয়া যাচ্ছে না। মেয়র হওয়ার পর সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরভবনের অধিকাংশ নথিপত্র সেরনিয়াবাত ভবনে নিয়ে যান। ভবনটি আবার ছিল অঘোষিত এক ক্যান্টনমেন্ট। দিন-রাত ভবনটি ঘিরে রাখত সাদিকের নিজস্ব ক্যাডার বাহিনী। একই সঙ্গে ডজনখানেক সিসি ক্যামেরার তীক্ষ্ন নজরদারি থাকত। ভবনটিতে বসেই সাদিক সিটি করপোরেশনের সব কাজকর্ম করতেন। কালে-ভদ্রে দু-একবার তিনি নগরভবনে যেতেন। হাজার চেষ্টা করেও কেউ সাবেক মেয়র সাদিকের সঙ্গে দেখা করতে পারত না। কেবল তিনি নিজে চাইলেই মিলত দেখা। দায়িত্ব ছাড়ার আগে অবশ্য নথিপত্রগুলো আবার ফেরত পাঠান তিনি। কিন্তু ততদিনে গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র খোয়া যায়। তবে খোয়া গেছে নাকি সাদিক নিজেই সেগুলো সরিয়েছেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। এর খেসারত দিচ্ছেন নগরভবনের কর্মকর্তা-কর্মচারীরা। চরম বিপদে পড়েছেন অনেক বাসিন্দা। ২০১৮ সালের ৩০ জুলাই প্রশ্নবিদ্ধ নির্বাচনে বরিশাল...