শেখ শরফ্ উদদীন আবু তাওয়ামার জন্মস্থান নিয়ে দুটি মত পাওয়া যায়। কারও মতে, তিনি পারস্যের বুখারা অঞ্চলে জন্মগ্রহণ করেন। আর কারও মতে, তার জন্মভূমি ইয়েমেন। ইসলাম প্রচারের জন্য আনুমানিক ১২৭৭ খ্রিষ্টাব্দে সুলতান গিয়াসউদ্দীন বলবনের শাসনকালে (১২৬৬-৮৭) তিনি দিল্লিতে আসেন। সেখান থেকে আসেন বাংলায়। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক ও ইসলামি আইনবিদ। পাশাপাশি তিনি ভেষজশাস্ত্র, গণিত, ভূগোল ও রসায়ন শাস্ত্রেও একজন সুপণ্ডিত ছিলেন। বাংলায় আসার পর সোনারগাঁয়ের মোগরাপাড়ার ষোলপাড়ায় তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নাম দেন সোনারগাঁ ইসলামি বিশ্ববিদ্যালয়। এখানে ইসলামি ধর্মতত্ত্ব ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হতো। অল্পদিনেই এ শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ে দেশ-বিদেশে। দিল্লিসহ দূর-দূরান্ত থেকে এখানে ছুটে আসেন হাজারো শিক্ষার্থী। একসময় এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ১০ হাজার। শেখ শরফ্ উদদীন আবু তাওয়ামা ওই বিশ্ববিদ্যালয়ে ২৩ বছর অধ্যাপনা...