‘জীবন বাঁচাতে এবং জীবন সাজাতে মেরিল’, ‘ঝলমল কালো চুলের জন্য কিউট শ্যাম্পু’ অথবা ‘আলো আলো বেশি আলো’ জিঙ্গেলের অলিম্পিক ব্যাটারির মতো অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপন তৈরি করেছে বিজ্ঞাপন সংস্থা ‘মাত্রা’। এই সব কাজের সঙ্গে ক্যামেরার সামনে থাকা মডেলরা যেমন নক্ষত্র, তেমনি ক্যামেরার পেছনে থাকা কারিগরেরাও সমান গুণী। মডেল, কণ্ঠশিল্পী, আলোকচিত্রী, গায়ক সবার কাজের নিষ্ঠার জন্যই মাত্রার পক্ষে সম্ভব হয়েছে মানোত্তীর্ণ আধুনিক বিজ্ঞাপন বানানো। মাত্রার ‘দীপ্যমান নক্ষত্র সম্মাননা ২০২৫’ আয়োজনে এভাবে ‘মাত্রা’ নিয়ে নিজেদের কথা বললেন অতিথিরা। মাত্রার ৪০ বছর পূর্তি উপলক্ষে সম্মানিত করা হলো সেসব মানুষকে, যাঁরা শুরু থেকে মাত্রার অসাধারণ সৃজনযাত্রার যাত্রী হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘দীপ্যমান নক্ষত্র সম্মাননা ২০২৫’ শুরু হয় মাত্রার লোগো অ্যানিমেশন প্রদর্শনের মধ্য দিয়ে। শুরুতেই দেখানো হয় মাত্রার তৈরি করা জনপ্রিয় কতগুলো...