২১ জেলার যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ * ৪ গাড়ি ভাঙচুর, দীর্ঘ যানজটে ভোগান্তি ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার দুটি ইউনিয়ন কেটে নেওয়ার প্রতিবাদে স্থানীয়রা ফরিদপুর-বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এই কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পণ্য ও যাত্রীবাহী যান চলাচল বন্ধ ছিল কয়েক ঘণ্টা। বিক্ষুব্ধ জনতার অবরোধে উভয় পাশে ১০ থেকে ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। শুক্রবার সকাল ৮টা থেকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়াসহ ভাঙ্গা-গোপালগঞ্জ রুটের সুয়াদি ও মনসুরাবাদে এই অবরোধ শুরু হয়। সকাল ৮টা থেকে দুপুর ১টা এবং পরে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। ফলে সকাল ৮টা থেকে ভাঙ্গার ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের দুপাশে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে জনদুর্ভোগের সৃষ্টি...