নিজের সরকারি বাসভবনের সীমানা প্রাচীর সংস্কার করতে গিয়ে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে সমালোচনার মুখে পড়া ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসক ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে গ্রাফিতি মোছার কারণ ব্যাখ্যা করেন তিনি। একই সঙ্গে দেয়ালে নতুন করে গ্রাফিতি এঁকে দেবেন বলেও জানান তিনি।ফেসবুকে জেলা প্রশাসনের পোস্টটিতে লেখা হয়েছে, সবাই অবগত আছেন যে, ৫ আগস্ট ২০২৪ ময়মনসিংহ জেলা প্রশাসকের বাংলো, জেলা প্রশাসকের বাংলোর দেয়ালসহ বাসভবন, ভবনের গেট এবং পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই ভবন ও দেয়াল মেরামত করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনেক লেখালেখি করার পর কিছু আর্থিক বরাদ্দ পাওয়া যায়। ওই বরাদ্দ প্রাপ্তির পরে ক্ষতিগ্রস্ত ভবন, দেয়াল এবং চারপাশে বেড়া, কাঁটাতারের বেড়াসহ নানাবিধ সংস্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে কাজের...