আয়ান আর রিশা দুই ভাইবোন। আয়ান ক্লাস সিক্সে আর রিশা ফোরে পড়ে। ওদের নিজেদের একটা পড়ার ঘর আছে। সেই ঘরে একটা ল্যাপটপ, অনেক বই আর ওদের খেলার জিনিসপত্রে ভর্তি। সারাদিন অনলাইন ক্লাস, হোমওয়ার্ক আর ভিডিও গেম খেলে রাত হলে দুজনেই নিজেদের ঘরে ঘুমাতে যায়। গল্পের শুরুটা হলো গত সোমবার রাত থেকে। রাত তখন প্রায় বারোটা। সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ আয়ানের ঘুম ভেঙে গেল। একটা অদ্ভুত শব্দ আসছে পড়ার ঘরটা থেকে। টিক... টিক... টিক...। ঠিক যেন কেউ ল্যাপটপে টাইপ করছে। আয়ান ভাবল, হয়তো বাবা কাজ করছে। কিন্তু কিছুক্ষণ পর বাবার ঘর থেকে হালকা নাক ডাকার শব্দ পেল। তার মানে, বাবা তো ঘুমাচ্ছে। তাহলে পড়ার ঘরে কে? তার একটু গা ছমছম করল, কিন্তু সে সাহসী ছেলে। আস্তে আস্তে দরজা খুলে উঁকি দিল।...