শিক্ষার গুণগতমানের প্রশ্নে আপস করা যাবে না উল্লেখ করে ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক বলেছেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার মান নিশ্চিত করতে হবে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার চলমান কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম সচিব বলেন, শিশুদের যেভাবে শেখানো হবে, তারা সেভাবেই গড়ে উঠবে। তারা আমাদের চালচলন, আচার-আচরণ ও কথাবার্তা অনুসরণ করে থাকে। একারণে শিক্ষার ক্ষেত্রে কোনো অবহেলা করা যাবে না। তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানান। ধর্ম সচিব আরও বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে ধর্মবিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মতো সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দিও ভিত্তিক, বৌদ্ধদের...