০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ এএম ঝালকাঠি-১ (রাজাপুর কাঠালিয়া) আসনে বিএনপির বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার ঘোষণা দিয়েছেন সাবেক বিএনপি নেতা ড. ফয়জুল হক। তবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে আর কেবল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং মৌলবাদী প্রার্থী হিসেবেই দেখা হচ্ছে।বিএনপি থেকে পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করলেও জামায়াতে ইসলামী ইতোমধ্যেই তার পক্ষে অবস্থান নিয়েছে। জামায়াতের প্রার্থী ডা. হেমায়েত উদ্দিন কার্যক্রম বন্ধ করে সরাসরি ড. ফয়জুল হককে সমর্থন দিচ্ছেন। এ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও তার ঘনিষ্ঠতা রয়েছে। চরমোনাই পীরের সভা-সমাবেশে তাকে বক্তব্য রাখতে দেখা যায়। ফলে স্থানীয়ভাবে ধারণা তৈরি হয়েছে ইসলামী আন্দোলনও শেষ পর্যন্ত তার পক্ষেই থাকবে।শুধু তাই নয়, খেলাফত মজলিশের নেতা মামুনুল হকের সঙ্গেও ড. ফয়জুল হকের ঘনিষ্ঠতা আছে...