আজ শুক্রবার মধুর ক্যানটিনের সামনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের প্যানেলের নিজস্ব জায়গা থেকে কাজ করেছেন অনেক আগে থেকেই। কেউ কারোর উপর নির্ভরশীল নয়। প্যানেল করেছি যাতে ঐক্যবদ্ধ থেকে প্রচারণা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারি। ভিপি পদপ্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ বলেন, ‘আমরা বিশ্বাস করেছিলাম, তিনি শেষ পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবেন। গতকাল মাহিন আমাকে ফোন দিয়ে বলেছেন, তার এলাকায় প্রতিনিয়ত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। স্থানীয় নেতাকর্মীরা কান্নাকাটি করছেন। ফলে তার পক্ষে এখানে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। আমি তাকে বলেছি—এখন বসে গেলে নিজের রাজনৈতিক জীবনে বা কোফিনের শেষ পেরেক ঠুকে দেবেন। এটিই তার সঙ্গে আমার শেষ কথা হয়।’ অন্যান্য প্রার্থীদের বসে যাওয়ার জন্য হুমকি ও চাপ দিচ্ছে বলে অভিযোগ তুলে জামালুদ্দীন...