সারা দেশে কতটা সচল সেই তথ্যও নেই স্বাস্থ্য অধিদপ্তরে দেড় মাস সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে ভর্তি ছিলেন প্রবাসী আলী মিজানুর রহমান (৪৫)। এ সময় চিকিৎসকরা তার ফুসফুস ও মূত্রনালিসহ শরীরে তিনটি অস্ত্রোপচার করেন। চিকিৎসার ব্যয় মেটাতে না পারায় বুধবার (৩ সেপ্টেম্বর) তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। বিমানবন্দরে নামতেই স্বজনরা তার পেট ও মূত্রনালিতে দুটি ক্যাথেটার ব্যাগ পরানো দেখতে পান। শোয়া থেকে বসার মতো শক্তি ছিল না তার। চিকিৎসকের দেওয়া ‘মেডিকেল কেস সামারি’তে লিখে দেওয়া হয়েছে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সাপোর্ট প্রয়োজন। তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউ সংবলিত অ্যাম্বুলেন্সে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে আইসিইউ ফাঁকা নেই। ঢাকা মেডিকেল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করলে সেখানেও খালি নেই বলে জানানো হয়। পরে স্বজনরা তাকে বেসরকারি ধানমন্ডি...