নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগের কর্মী সন্দেহে একজনকে ধাওয়া দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মহানগর বিএনপির মিছিল চলাকালে এ ঘটনা ঘটে। পরে অজ্ঞাত ওই ব্যক্তি দৌড়ে সরে যান। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, রাতে মিশনপাড়া এলাকা থেকে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি মিশনপাড়া থেকে শুরু হয়ে চাষাঢ়া মোড়, রামবাবুর পুকুরপাড়, ব্যাংক কলোনী, ইসদাইর ঘুরে আবারও চাষাঢ়া মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিলের শেষ দিকে রামবাবুর পুকুরপাড় এলাকায় আজমেরী ওসমানের অনুসারী সন্দেহে একজনকে ধাওয়া দিয়ে কয়েকজন মারধর করে। পরে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি দ্রুত সরে যান। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ...