বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে বিএনপি। তিনি সতর্ক করে বলেন, তবে আমাদের সাবধান থাকতে হবে যাতে বিএনপি আওয়ামী লীগের মতো দুর্নীতি, গুম-খুন বা মানি লন্ডারিংয়ের পথে না যায়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, বিএনপি জনগণের আন্দোলন ও সংগ্রামের ফল। আমাদের লক্ষ্য জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের নেতৃত্ব দেওয়া। তিনি স্মরণসভায় এম সাইফুর রহমানের অবদানও তুলে ধরে বলেন, দেশের প্রথম বৃহৎ যমুনা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংককে রাজি করানোর পেছনে তাঁর...