বঙ্গোপসাগরের নীল জলে গা ভাসাতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করেন কক্সবাজার সৈকতে। এর মধ্যে কখনো বিশাল সাগরের উত্তাল ঢেউয়ের টানে কেউ ভেসে যান দূরে, কখনো আটকে পড়েন গভীর স্রোতে। এমন বিপদে তাদের সহায় হয়ে ওঠেন ‘লাইফ গার্ড’ নামের কিছু মানুষ। অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে অচেনা মানুষকে বাঁচাতে এগিয়ে যান তারা। তাদের প্রতিটি ছুটে যাওয়া মানেই যেন একটি নতুন জীবন ফিরে পাওয়া। তবে কক্সবাজারের সৈকতে জীবন বাঁচাতে তাদের এই ছুটে চলা থমকে যেতে বসেছে। কারণ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় লাল-হলুদ পোশাক গায়ে সৈকতের বালুতটে ‘প্রাণরক্ষক’ হয়ে থাকা মানুষগুলোর আয় বন্ধ হয়ে যাচ্ছে চলতি মাসেই। কক্সবাজার সমুদ্র সৈকতের পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ‘সি সেইফ লাইফগার্ড’ এর ফিল্ড টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ বলেন, “আমাদের কাছে যে অর্থ রয়েছে তাতে কেবল সেপ্টেম্বর মাস...