নিজেদের অধিকার রক্ষায় মঙ্গলবার কেন্দ্রীয় সংসদের ভোট দিতে যাচ্ছেন ঢাকা বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীরা। এর মধ্য দিয়ে গঠিত হতে যাচ্ছে ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ বা ডাকসু। গঠনতন্ত্র অনুযায়ী, ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থী অধ্যয়নরত অবস্থায় থাকলেই কেবল ভোটার হতে পারবেন। আর ভোটার হতে পারলেই তিনি ডাকসু বা হল সংসদে প্রার্থী হতে পারেন। একজন ভোট দেবেন ৪১টি করে; কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে। ১. কার্জন হল কেন্দ্র: ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হল। ২. শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হল। ৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ৫. সিনেট ভবন কেন্দ্র: স্যার এ এফ রহমান হল,...