রাজধানীর বিজয়নগরে রাহুল (২২) ও মনির (২৫) নামে দুই যুবক গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। যদিও পুলিশ বলছে, এ ধরনের কোনও ঘটনা ঘটেনি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে ১২টার দিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাদের অন্য হাসপাতালে নিয়ে যান স্বজনরা। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে একজনের ডান হাতে ও অপর জনের...