মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর প্রাণ গেছে। আহত হয়েছে আরেকজন। শুক্রবার সন্ধ্যায় ঘিওর উপজেলায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত দুজন হলেন, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সোহান হোসেন ও চাষাভাদ্রা গ্রামের ময়নাল মণ্ডলের ছেলে সুজন মণ্ডল। দুজনেরই বয়স ২০। দুর্ঘটনায় আহত মারুফ হোসেন (২১) নাগরপুর উপজেলার জাকির হোসেনের ছেলে। ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) মো. কোহিনুর ইসলাম বলেন, নতুন মোটরসাইকেল নিয়ে সুজন তার দুই বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন। বেপরোয়া গতিতে চলছিল মোটরসাইকেলটি। সন্ধ্যার দিকে...