মুন্সীগঞ্জে ‘মদপানে অসুস্থ হয়ে’ তিনজনের মৃত্যুর খবর এসেছে, আরো তিনজন অসুস্থ অবস্থায় ঢাকা ও মুন্সীগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত সময়ে মধ্যে তাদের মৃত্যু হয় বলে কাঁঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান জানান। মৃতরা হলেন– টঙ্গীবাড়ি উপজেলার কাঁঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কাঁঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬০), ইব্রাহিম মুন্সী (৬০) এবং সদর উপজেলার মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপারের হোসেন ডাক্তার (৬৫)। তাদের মধ্যে বাচ্চু বেপারী বৃহস্পতিবার রাতে এবং বাকি দুজন শুক্রবার মারা যান। শুক্রবার তাদের সবাইকে মুন্সীগঞ্জে দাফন করা হয়েছে বলে আনিছুর রহমান জানিয়েছেন। অসুস্থ রহমতউল্লাহ বেপারীকে (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আলামিন (৪৬) ও সিজান (২৮) ভর্তি আছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে। আনিছুর রহমান বলেন, “তারা নিয়মিত মদ পান করতেন বলে...