ভরা বর্ষায় আষাঢ়ী পূর্ণিমায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়েছিলেন আইনজীবী সাঈদ আহমদ। তারা প্রায় ৩০ জন একসঙ্গে একটি হাউস বোট ভাড়া করে সেখানে যান। পাহাড়-প্রকৃতি-জলরাশি মুগ্ধ করলেও সাঈদ সিলেট ফেরেন চর্মরোগ নিয়ে। হাওরের পানিতে সাঁতার আর গোসলের কারণে তার চুলকানি শুরু হয় বলে চিকিৎসক তাকে জানিয়েছেন। এজন্য তাকে নিয়মিত ওষুধও সেবন করতে হয়েছে। সাঈদ বলছিলেন, “ওয়াচ টাওয়ার এলাকায় পানিতে নেমে কিছু সময় সাঁতার কাটার পর চুলকানি শুরু হল। দুই দিন চুলকানি ছিল। আমার মনে হয়, দূষণের কারণে পানি খারাপ হয়ে গেছে। বড় বড় হাউস বোটগুলো চলে আর বোটগুলোতে ব্যবহৃত প্লাস্টিকের সবকিছু পানিতে ফেলে দেয়। “রাতের বেলাও হাওরে বোট চলতে দেখেছি। এ রকম বেশিদিন চললে হাওরের সুন্দর পরিবেশ নষ্ট হবে। তবে হাওরের সৌন্দর্য দেখে খুব ভালো লেগেছে। আমাদের সিলেট অঞ্চলে এই...