নাট্যদল ‘বটতলার’ সভাপ্রধানের দায়িত্ব নিয়েছেন মানবাধিকার কর্মী খুশি কবীর। আর প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছেন নাট্যনির্দেশক মোহাম্মদ আলী হায়দার। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে নাট্যদলটির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপ্রধান ও প্রধান নির্বাহীর নাম ঘোষণা করা হয়। আলী হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের জন্য খুব আনন্দের সংবাদ যে আমরা এবার সভাপ্রধান হিসেবে পেয়েছি শ্রদ্ধেয় খুশি কবীর আপাকে। সম্মেলনে নাম উত্থাপন করা হলে সর্বসম্মতভাবে মনোনীত করা হয়।...