গাজীপুর: গাজীপুরে পুলিশ লাইনের সামনে সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মুস্তাফিজ হাসান (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী লতিফা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-জয়দেবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাফিজ হাসান রাজশাহীর কাজলা ধরমপুর এলাকার বাসিন্দা। তিনি নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ওসি মো. মেহেদী হাসান জানান, কর্মস্থল থেকে ছুটি নিয়ে ওসি মুস্তাফিজ হাসান প্রাইভেটকারে করে পরিবারসহ গাজীপুরে বেড়াতে আসেন। একপর্যায়ে তিনি স্ত্রীকে নিয়ে গাজীপুর জেলা পুলিশ লাইনের সামনে ঢাকা-জয়দেবপুর সড়ক পার হচ্ছিলেন। এসময় শিববাড়িগামী দ্রুতগতির একটি বাস তাদের ধাক্কা দিলে স্বামী-স্ত্রী দুজন গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ...