হঠাৎ করেই চলচ্চিত্রপাড়ায় চাউর হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস জুনিয়র-সহকর্মী চিত্রনায়ক জয় চৌধুরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন! ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার পর তাদের প্রেম হয়েছে বলে গুঞ্জন রটেছে। এরপর তাদের ফটোশুটসহ বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়, যা নিয়ে অনেক দিন ধরেই বেশ চর্চা হচ্ছে।তবে গত দুদিন ধরে তাদের ‘বিবাহবহির্ভূত’ সম্পর্ক নিয়ে সামাজিকমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। শুধু তাই নয় খবর চাউট হয়, অপুর কারণে উঠতি নায়ক জয়-নীড়ের সংসারে ফাটল, থাকছেন তারা আলাদা৷ এ নিয়ে গত দুই দিন তারা নীরব থাকলেও অবশেষে জল্পনার ইতি টানলেন জয়ের স্ত্রী রোমানা নীড়। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাতে এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, বাংলাদেশের শিল্পীদের সম্মান সবার নিচে। তাদেরকে নিয়ে যে কেউ যখন তখন যা তা বলতে পারে! সম্প্রতি একটি বিষয় সোশ্যাল মিডিয়াতে লক্ষ করলাম,...