০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ এএম চলতি বছরের জুনে গুগল, মাস্টারকার্ড ও ভিসার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে সিটি ব্যাংক প্রথম ডিজিটাল ওয়ালেট সেবা গুগল পে চালু করার পর এবার আগামী ছয় মাসের মধ্যে গ্রাহকদের জন্য এই সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে আরও কয়েকটি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আরও ৮-১০টি এ সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে। তবে এই দৌড়ে এগিয়ে আছে প্রযুক্তিতে এগিয়ে থাকা কয়েকটি ব্যাংক। বর্তমানে প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া ব্যাংকগুলোর মধ্যে প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক এগিয়ে রয়েছে। গুগলের ডিজিটাল ওয়ালেট সেবা চালু করতে যাওয়া একটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক বলেন, দেশের প্রতিটা ব্যাংকই গুগল পে সেবা চালু করতে চায়। তবে সমস্যা হলো, এটি চালু করার জন্য প্রযুক্তিতে অনেক ধরনের...