০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম বিশ্বনবী, করুণার ছবি, রাহমাতুল্লিল আল-আমিন হযরত মুহম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মের আগে পিতা আব্দুল্লাহ মারা যান এবং মাত্র ছয় বছর বয়সে তিনি তাঁর মা আমিনাকেও হারান। পিতৃমাতৃহীন এ অনাথ শিশু মুহম্মদ দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে বড় হতে থাকেন। তিনি নাতির নাম রাখেন মুহম্মদ অর্থাৎ প্রশংসিত। বাল্যকাল থেকে অতিশয় সৎ ও বিনয়ী ছিলেন বলে তাঁকে আল-আমিন উপাধি প্রদান করা হয়। চল্লিশ বছর বয়সে মক্কার অনতিদূরে হেরা পর্বত গুহায় মহান আল্লাহর স্মরণে ধ্যানমগ্ন থাকা অবস্থায় তাঁর কাছে আল্লাহর বাণী নিয়ে আসেন ফেরেস্তা জিব্রাইল (আ.)। সেই যে আরম্ভ, এরপর অনেক ঘাত-প্রতিঘাতের সংকটময় পথ অতিক্রম করে ২৩ বছরে শেষনবী, বিশ্বনবী রসুল মুহম্মদ (সা.)-এর মাধ্যমে আল্লাহর...