০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ এএম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির ১২তম প্রতিনিধি সম্মেলন গতকাল উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহিদ হোসেন খান।তিনি বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাতে আন্দোলন সংগ্রাম করেছে। কমিউনিস্ট পার্টি তার জন্মলগ্ন থেকে অন্যায়, অবিচার, দুঃশাসনের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করে আসছে। জুলাই অভ্যুত্থানের পর সেই নয়া উদারনৈতিক প্ুঁজিবাদী শাসন ব্যবস্থাতেই আমরা আছি। সরকার বদল হলেও ব্যবস্থাার বদল হয়নি। বর্তমান ইউনুস সরকার মার্কিন সাম্রাজ্যবাদী রাষ্ট্রের অনুগত হয়ে রাষ্ট্র চালাচ্ছে। ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙ্গতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। আইনশৃঙ্খলার অবনতি চরমে।তিনি আরো বলেন, মনে হচ্ছে...