০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সখ্য আর নেই বলে জানালেন যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তিনি বলেন, ট্রাম্প-মোদীর সেই ঘনিষ্ট সম্পর্ক এখন অতীত। ভারতের ওপর মার্কিন শুল্ক চাপানো এবং বাণিজ্যিক উত্তেজনার আবহেই এই বন্ধুত্ব ভেঙে গিয়েছে বলে তিনি দাবি করেন।ব্রিটিশ সংবাদমাধ্যম এলবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বোল্টন বলেন, ‘মোদীর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক ছিল। আমার মনে হয় এখন সেটা আর নেই। এটা সবার জন্য একটা শিক্ষা। ব্যক্তিগত সম্পর্ক মাঝে মাঝে সাহায্য করতে পারে, তবে তা আপনাকে খারাপ পরিস্থিতি থেকে বাঁচাতে পারবে না।’ উল্লেখ্য, মার্কিন শুল্কনীতি নিয়ে টানাপোড়েন চলছে। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক কূটনীতিতেও। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোদী চীনের বেইজিংয়ে সেদেশের প্রেসিডেন্ট শি...