০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের দৈনন্দিন জীবনকে বেশ সহজ করে দিয়েছে। তবে এর ওপর মাত্রাতিরিক্ত নির্ভরতা যে বিপদ ডেকে আনতে পারে, তা যুক্তরাষ্ট্রের এক ঘটনায় স্পষ্ট হয়েছে। সম্প্রতি নিউইয়র্কের এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি (৬০) চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে চলতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই ব্যক্তি নিজের রোগসংক্রান্ত ইতিহাস উল্লেখ না করেই চ্যাটজিপিটির কাছে ডায়েট চার্ট চেয়েছিলেন।খাবার লবন খাদ্যতালিকা থেকে বাদ দিতে চ্যাটজিপিটির পরামর্শ চান তিনি। এ সময় এআই চ্যাটবট তাকে বিকল্প হিসেবে সোডিয়াম ব্রোমাইড ব্যবহারের পরামর্শ দেয়। সোডিয়াম ব্রোমাইড দেখতে অনেকটা লবণের মতো হলেও এটি সম্পূর্ণ ভিন্ন যৌগ। এটি অতিরিক্ত গ্রহণে মারাত্মক স্নায়বিক ও ত্বকের সমস্যা দেখা দিতে পারে। ওই ব্যক্তি তিন মাস লবনের পরিবর্তে সোডিয়াম ব্রোমাইড...