০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম উত্তর : শরীয়ত সম্মত কারণে রোজা রাখতে না পারলে রমজানের পর অন্য সময় তা কাযা করলে তারাবী পড়তে হবে না। কেননা, তারাবী মহানবী সা. কেবল রমজানের জন্যই সুন্নত করেছেন। তারাবী পড়ার উত্তম সময় ইশার পর থেকে মাঝরাত পর্যন্ত। কেউ যদি ইচ্ছে করে তাহলে সেহরীর শেষ সময় পর্যন্তও পড়তে পারে। অবশ্য রাতের শেষ অংশটি তাহাজ্জুদ ও কিয়ামুল লাইলের জন্য উত্তম। প্রশ্ন : আমরা অনেকেই মোবাইলে বিভিন্ন ইসলামী পোস্ট শেয়ার করি। এবং মনে করি এটি শেয়ার করলে অনেক নেকী পাওয়া যাবে। এ ধারণা কতটুকু সত্যি?উত্তর : মোবাইলে ইসলামী পোস্ট দেওয়া বা শেয়ার করা যদি মানুষকে ইসলাম সম্পর্কে জানানোর উদ্দেশ্যে হয়, তাহলে এতে নেকী পাওয়া যাবে। তবে শর্ত হলো, এতে কোনো...