০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম উপনিবেশবাদ, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের সংঘাতমূলক অধ্যায়গুলো নিঃসন্দেহে এক অভূতপূর্ব বিরাট সংকট ও সংকটকালকে নির্দেশ করে। যেখানে শক্তিশালী রাষ্ট্র ও গোষ্ঠীগুলো নিজেদের ক্ষমতা, সম্পদ ও সাংস্কৃতিক প্রভাব বিস্তারের নামে অন্য জাতি ও সভ্যতাকে শোষণ, নিপীড়ন করে এবং বিসংস্কৃতির জালে আটকে ফেলে। এই নিপীড়নের ধারা শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেনি, বরং স্থানীয় সংস্কৃতি, ধর্ম, ভাষা ও জাতীয় আত্মপরিচয়ে ভাঙন ঘটিয়েছে। মুসলিম বিশ্ব এই অভিজ্ঞতার কেন্দ্রে থেকেছে, যেখানে উপনিবেশবাদ ও আধিপত্যবাদ একদিকে রাজনৈতিক পরাজয় ও আত্মগত সংকট চাপিয়ে দিয়েছে, অন্যদিকে শোষণ ও বিভ্রান্তির মোড়কে আধুনিকতার মিথ্যা আবরণ প্রতিষ্ঠা করেছে। এই সংকটের মধ্যে নবীজির (সা.) শিক্ষার বহুমাত্রিক দর্শন এক অনন্য মুক্তির বাতিঘর হিসেবে আবির্ভূত। তাঁর শিক্ষা শুধু একটি ধর্মীয় বিশ্বাস...